Support এবং Resistance হচ্ছে শেয়ার ট্রেডিং এর সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত ধারণাগুলির মধ্যে একটি। আসুন প্রথমে মূল বিষয়গুলি দেখি।
Support হল শেয়ারের মূল্যের এমন একটি স্তর যেখানে বিক্রতার চেয়ে ক্রেতারা সংখ্যায় বেশি থাকে এবং অধিকাংশ বিক্রেতা গনই এই মূল্যে আর শেয়ার বিক্রিয় করতে চায় না ফলে এই স্তরে এসে দাম আর কমতে চায় না এবং অতীতেও এই মূল্যস্তরে এসে মূল্যের পতন থেমে গিয়েছিল। এরপর দেখা যায় এক পর্যায়ে এই মূল্যস্তর থেকে শেয়েরের মূল্য বৃদ্ধি পেতে থাকে।
নিম্নের চিত্রে লক্ষ করুন Support লেভেলে এসে শেয়ারের মূল্যের পতন থেমে যাওয়ার পর কিভেবে মূল্যের বৃদ্ধি ঘটল।
Resistance হল Support এর বিপরীত ধারনা। Resistance হল মূল্যের এমন একটি স্তর যেই স্তরের পরে মূল্য আর বাড়তে চায় না এবং অতীতেও এই মূল্যস্তরে এসে মূল্যের বৃদ্ধি বাধা প্রাপ্ত হয়েছিল। এই রকম মূল্যস্তরে ক্রেতার চেয়ে বিক্রেতারা সংক্ষায় বেশি থাকে ফলে দামের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়।
নিম্নের চিত্রে লক্ষ করুন Resistance লেভেলে এসে শেয়ারের মূল্যের বৃদ্ধি থেমে যাওয়ার পর কিভেবে মূল্যের পতান ঘটল।
Social Plugin